সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

আলিয়া আমার প্রথম স্ত্রী নন, বললেন রণবীর  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

বলিউড দম্পতিদের মধ্যে অন্যতম রণবীর-আলিয়া। ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন তারকা জুটি। তাদের বিয়ের নিয়ে বসে সরগোল ছিল সিনেমাপাড়া। বিয়ের পরের বছর প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে। একমাত্র কন্যা রাহাকে নিয়ে বেশ সুখেই আছেন তারা। এবার রণবীর জানেলেন অন্য কথা, আলিয়া তার প্রথম স্ত্রী না। এ খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা।

biye-20220410161203_20231210_114108065


বিজ্ঞাপন


মিডিয়ার সামনে খুব একটা কথা বলতে দেখা যায় না বলিউড তারকাকে। তবে যখন কথা বলেন নিজের কোনো কথা গোপণ রাখেন না। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক স্বাক্ষাৎকার অভিনেতার সবচেয়ে পাগল এক ভক্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,  ‘সিনেমাতে যখন ক্যারিয়ার শুরু করি। তখন এক মেয়ে ভক্ত আমাকে বিয়ে করার জন্য বাড়ি চলে আসে। তখন আমি শহরের বাইরে ছিলাম। কাজ শেষ করে বাড়িতে ফিরলে ওয়াচম্যান আমাকে বলেছিল একজন মেয়ে আমাকে বিয়ে করার জন্য পুরোহিতের সঙ্গে নিয়ে এসেছিল। আমাকে না পেয়ে আমার গেটকেই বিয়ে করেছিল। গেটে টিকা এবং ফুল রেখে গিয়েছিল। আমি এখনও পর্যন্ত আমার প্রথম স্ত্রীকে দেখিনি।’

Untitled-1-copy-20231130141522_20241015_162829561

এই মন্তব্যের পর থেকেই রণবীরের ‘প্রথম স্ত্রী’ কে তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যগুলো জানিয়েছে অভিনেতা মজা করেই ঘটনাটি শেয়ার করেছেন। তবুও বিষয়টি বলিউডপ্রেমীদের মধ্যে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর