ফ্যাশনটা ভালোই করতে জানেন মনামী ঘোষ। কখনও নকশিকাঁথার গাউন, কখনও শাড়ির আঁচলে মৃণাল সেনকে নিয়ে হাজির হন। এবার যা করলেন তা ধারণার বাইরে ছিল সবার। প্লাস্টিকের ফ্রক পরে ধরা দিলেন অভিনেত্রী। সঙ্গে মাছ-সহ কাচের অ্যাকুরিয়াম ব্যাগ!
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ফিল্মফেয়ারের রেড কার্পেটে কারুশিল্পকে তুলে ধরেছিলেন অভিনেত্রী। এবার প্লাস্টিকের ফ্রক পরে এলেন। ব্যাগ হিসেবে রাখলেন কাচের অ্যাকুরিয়াম। যার ভেতর আবার জীবন্ত মাছ।
তবে এমন ফ্যাশনের পেছনে মনামীর রয়েছে বিশেষ উদ্দেশ্য। তার কথায়, ‘ফ্যাশনেরও একটা উদ্দেশ্য থাকা উচিত। যার একটা অন্তর্নিহিত অর্থ থাকবে। একটা পুনর্নবীকরণযোগ্য প্লাস্টিকের ফ্রক আর একটা কাচের ব্যাগে মাছ… আমি শুধু একটাই বার্তা দিতে চাই যে সমুদ্রে প্লাস্টিক ফেলা বন্ধ করে সেটাকে এভাবেও পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন জলদূষণ বন্ধ হবে, তেমনই সমুদ্রের বাস্তুতন্ত্রও রক্ষা পাবে।’
মনামীর পরনে ছিল পুনর্নবীকরণযোগ্য প্লাস্টিকের জামা। যে জামায় বিশেষ করে নজর কাড়ে ‘ফ্রিলস’। যা কিনা ঘেরওয়ালা ফ্রকের লুক তৈরি করেছে। কোনো গয়না ব্যবহার করেননি অভিনেত্রী। হালকা মেকআপ, লিপস্টিকেই মোহময়ী হয়ে উঠেছিলেন।
তবে সবচেয়ে নজর কেড়েছে মনামীর হাত ব্যাগ। কাচের অ্যাকুরিয়ামে মাছ ভর্তি হাত ব্যাগ এ পর্যন্ত কেউ দেখেনি। ফলে নজর কাড়ার পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছেন। নিজের স্টাইলের জন্য জিতেছেন ‘জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস’।