সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

হোলি চলাকালীন অশ্লীল স্পর্শের চেষ্টা, অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

দুই দিন আগে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো রঙ উৎসব হোলি। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা মেতেছিল রঙ উৎসবে। এদিকে হোলির দিন ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছোট পর্দার অভিনেত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

হোলির আগে ভারতে ১০ মসজিদ ঢেকে দেওয়া হচ্ছে


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, দোলের পার্টিতে রং মাখানোর অছিলায় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ সহ অভিনেতার বিরুদ্ধে। হোলির পার্টি চলাকালীন সময় অশ্লীল স্পর্শের চেষ্টা করেছেন ওই অভিনেতা। ইতিমধ্যেই মুম্বাইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগী অভিনেত্রী। 

bhaktapur-nepal-holi-HOLI0219-b713df59f115452baa1374efb3e59ff2

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ওই অভিনেত্রীর বয়স উনত্রিশ বছর। বর্তমানে তিনি মুম্বাইয়ে একাধিক সিরিয়ালে কাজ করেন। গত শুক্রবার হোলি পার্টিতে অংশ নেন। সেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছিলেন। ওই একই পার্টিতে অংশ নেন ত্রিশ বছর বয়সী এক সহ অভিনেতা। তিনি মদ্যপ অবস্থায় রঙ মাখানোর অছিলায় দুর্ব্যবহার করেন।

আমিরাতে হাজার হাজার ভারতীয়র হোলি উৎসব


বিজ্ঞাপন


অভিনেত্রী জানিয়েছেন, নিজেকে বাঁচাতে দ্রুত একটা ফুচকার দোকানের পিছনে লুকনোর চেষ্টা করেন। তবে সেখানেও পৌঁছে একই আচরণ করেন ওই ব্যক্তি। অভিনেত্রীকে জোর করে জাড়িয়ে ধরে এবং বলেন, “আমি তোমাকে ভালোবাসি। আমি দেখব তোমাকে পেতে কে বাধা দেয়।”

n6k52q8_holi-generic-unsplash_625x300_17_March_22

ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (১)(আই) -সহ একাধিক ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আম্বোলির পুলিশ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর