সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

রাজ-পরীর বিয়েতে হবে সিনেমার প্রিমিয়ার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img
রাজ ও পরী । ছবি: ফেসবুক

সিনেমা মুক্তির আগে সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী নতুন কিছু নয়। গেল কয়েক বছর ধরে এমনটা হয়ে আসছে। তবে এবার ব্যতিক্রমী প্রিমিয়ারের আয়োজন করতে যাচ্ছে ‘গুণিন’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।

শরীফুল রাজ ও পরীমণি ফের বিয়ের পিঁড়িতে বসবেন। সেই বিয়ের অনুষ্ঠানে হবে প্রিমিয়ার। আগামী ৯ মার্চ বিকেল ৪টায় রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান হবে। পুরো অনুষ্ঠানে থাকবে বাঙালিয়ানার স্বাদ। আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টা থেকে অতিথিদের সঙ্গে ‘গুণিন’দেখবেন পরী ও রাজ।

গত ১০ জানুয়ারি পরী-রাজ তাদের বিয়ের খবর সবাইকে জানান। একইসঙ্গে তারা মা-বাবা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন। তাদের দাবি ছিল, ‘গুণিন’ সিনেমার শ্যুটিংয়ের সময় গত বছরের ১৭ অক্টোবর তারা বিয়ে করেন। উকিল বাবা ছিলেন পরিচালক রেদোয়ান রনি।

Gunin
মুক্তি পাচ্ছে রাজ-পরীর সিনেমা । কোলাজ: ঢাকা মেইল

এরপর ২১ জানুয়ারি গায়ে হলুদ করেন পরী-রাজ দম্পতি। ২২ জানুয়ারি করেন বিবাহোত্তর অনুষ্ঠান। তবে তা শুধু পরিচিত কাছের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবারের আয়োজনটি থাকছে বড় করে।

আজ থেকে ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুণিন’ ছবির কাহিনি। সেই গ্রামের নামকরা ওঝা রজব আলী গুণিন। গ্রামবাসীর বিশ্বাস, আধ্যাত্মিত ক্ষমতা আছে তার। অলৌকিক ক্ষমতার জোরে সেখানকার মানুষের জিন–ভূত তাড়ান তিনি। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে সবসময় লাল কাপড়ের নিশান ওড়ে। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।

রাবেয়া চরিত্র অভিনয় করেছেন পরীমণি। সিনেমায় রাজের চরিত্রের নাম রমিজ। রাবেয়া ও রাজের প্রেম এই ছবির মূল উপজীব্য বিষয়। রিয়েল লাইফের মতো রিল লাইফেও তারা সুখের সংসার বাঁধতে পারবেন কি না— এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখানে।

Pori Raj
সিনেমার একটি দৃশ্যে পরীমণি ও রাজ । ছবি: সংগৃহীত

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র জন্য নির্মিত হলেও ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে। তারপর আসবে ওটিটিতে।

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেককেই দেখা যাবে এই সিনেমায়। গেল ২০ ফেব্রুয়ারি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন