মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

খোঁজ মিলল আফরান নিশোর, দিলেন সুখবর

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৪, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

loading/img
অভিনেতা আরফান নিশো। ছবি: সংগৃহীত

বাংলাদেশে যাত্রা শুরু হলো এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এর। সম্প্রতি এই প্রতিষ্ঠানের সাথে দুটি চলচ্চিত্রের চুক্তি স্বাক্ষর করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দুই দশক ধরে পর্দায় ফুটিয়ে তোলার কাজে নিয়োজিত আছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড। অন্যদিকে, চলচ্চিত্র নির্মাণে ২৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওপাড় বাংলার প্রতিষ্ঠান এসভিএফ। এ দুটি স্বনামধন্য প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড নামে একটি বাংলাদেশি কোম্পানি গঠন করা হয়েছে। আলফা-আই এবং এসভিএফ-এর এই যৌথ উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গত ঈদুল আজহায় আলফা-আই স্টুডিওজ লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি-এর যৌথ প্রযোজনায় নির্মিত ব্লকবাস্টার চলচ্চিত্র 'সুড়ঙ্গ-তে অসাধারণ অভিনয়ের পর থেকেই ভক্তরা আফরান নিশোর নতুন কাজের অপেক্ষায় ছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে আবারও রূপালী পর্দায় আলো ছড়াতে চলেছেন এই অভিনেতা।


বিজ্ঞাপন


Nisho2

দেশের শীর্ষস্থানীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম এই চলচ্চিত্র দুটির সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে, যদিও আসন্ন চলচ্চিত্রগুলো সম্পর্কে বিশদ তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে খুব দ্রুতই এক জমকালো আয়োজনের মাধ্যমে বিস্তারিত জানাবেন এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আবার পর্দায় ফেরার ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে নিশো বলেন, “যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এর। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।"

আরও পড়ুন

গল্প ১৮৭২ সালের, অভিনয়ে ইরফান সাজ্জাদ-সোহেল মণ্ডল-আইশা

দিতিকন্যার সিনেমার নির্বাহী প্রযোজক বাঁধন 

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেছেন, "আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে আমাদের নতুন উদ্যোগে আফরান নিশোকে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা এবং কাজ নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।"


বিজ্ঞাপন


Nisho3

এই প্রসঙ্গে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, "আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি।"

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি এবং ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, অভিনেতা নিশোর ফিরে আসা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, সেই সাথে বাংলার চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া প্রত্যাশা করছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন