রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় বাংলাদেশের মুতাহহার লাবিবা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় বাংলাদেশের মুতাহহার লাবিবা

ইরানের ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় নারীদের কোরআন মুখস্থ বিভাগে রানার-আপ হয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুতাহহারা লাবিবা বিনতে আব্দুল হাফিজ।

গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষ দিন খোরাসান রাজাভি প্রদেশের মাশহাদে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 


বিজ্ঞাপন


প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ইরানের ফাতেমে দালিরি ও তৃতীয় পুরস্কার জিতেছেন ইয়েমেনের আফনান রাশাদ আলী ইয়াকুব।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, অনুষ্ঠানে সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও প্রাদেশিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাফেজা আলেমা মুতাহহারা লাবিবা রাজধানীর সাউদা বিনতে জাম'আহ (রা.) ইন্টারন্যাশনাল বালিকা হিফজ মাদরাসার সাবেক ছাত্রী। এর আগে মুতাহহারা লাবিবা ২০২৪ সালে অনুষ্ঠিত কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। 

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪১তম আসরে নারী-পুরুষ মিলিয়ে সর্বমোট তিনটি ক্যাটেগরি (হিফজ, ক্বিরাত ও তারতিল) ছিল। এই আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৭টি দেশের ৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতি গ্রুপে উত্তীর্ণ সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাফেজা আলেমা মুতাহহারা লাবিবা বিনতে আব্দুল হাফিজ, ক্বারি আবুজর গিফারী, হাফেজ মুহসিন আহমদ মাহদী, হাফেজ কলিম সিদ্দিকী, ক্বারিয়া মুসাররাত তাবাসসুম।

নারীদের তরতিল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ইরানের গাজালহ সোহেইলিজাদে। নাইজেরিয়ার আয়েশা মুহাম্মদ ইবনে মুত্তালিব এবং লেবাননের হাওরা হায়দার হামজি দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার জিতেছেন।

পুরুষদের বিভাগে, ইরানের মোজতবা কাদবেগি তারতিল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। ইরাকের হায়দার আলী ইবনে মুহাম্মদ আল-মুসাভি এবং লেবাননের কাসেম মুহাম্মদ হামদান এই বিভাগে যথাক্রমে রানার-আপ পুরস্কার এবং তৃতীয় পুরস্কার জিতেছেন।

তেলাওয়াত বিভাগে ইরানের সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনিপুর প্রথম স্থান অধিকার করেছেন। মিশরের মুহাম্মদ হোসেইন মুহাম্মদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং ইরাকের আহমদ রাজাক আল-দুলফাইন তৃতীয় স্থান অধিকার করেছেন।

কুরআন হিফজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ইরানের মোহাম্মদ খাকপুর। দ্বিতীয় পুরস্কার লাভ করেছেন লিবিয়া থেকে মুর্তজা হোসেন আলী আকাশ এবং তৃতীয় পুরস্কার জিতেছেন মিশরের আহমেদ মুহাম্মদ সালেহ ইব্রাহিম ইসা। 

ইরানের আওকাফ ও চ্যারিটি অ্যাফেয়ার্স অর্গানাইজেশনের আয়োজনে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো কোরআনের সংস্কৃতি ও মূল্যবোধকে মুসলিম বিশ্বে প্রচার করা এবং কোরআন তিলাওয়াত ও মুখস্থ করার ক্ষেত্রে প্রতিভাবানদের মেধা প্রদর্শনের সুযোগ করে দেওয়া।
ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর