সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

রেমিট্যান্স বাড়াতে হুন্ডি বন্ধে আইনের প্রয়োগ চান অর্থনীতিবিদরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

রেমিট্যান্স বাড়াতে হুন্ডি বন্ধে আইনের প্রয়োগ চান অর্থনীতিবিদরা

ক্রমাগত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসলেও এটি আগের জায়গায় নিতে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। এ জন্য সরকারকে আমদানি-রফতানির ভারসাম্য বজায় রাখা ছাড়াও ডিজিটাল ফাইন্যান্সের ক্ষেত্রে উন্নতি করাসহ হুন্ডির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগেরও পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ‘বৈধ্য পথে সহজে নিরাপদে ডিজিটাল মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তাদের এসব পরামর্শ উঠে এসেছে।


বিজ্ঞাপন


ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের পরিচালনায় সেমিনারে অর্থনীতিবিদ ছাড়াও বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিন সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। নিজ বক্তব্যে তিনিও হুন্ডি নিয়ে কথা বলেন। সেই সঙ্গে এই প্রথা ভাঙার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

সেমিনারে বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বলেন, চার স্থান থেকে রিজার্ভ আসতো, তারমধ্যে অন্যতম রেমিট্যান্সকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমদানি-রফতানির ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নিতে হবে। এমএফএস আমরা ভারত-শ্রীলঙ্কার পরে শুরু করলেও আমরা ভালো করছি।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: চাহিদামতোই ঋণ দেবে আইএমএফ, প্রথম কিস্তি ফেব্রুয়ারিতে

মাশরুর রিয়াজ বলেন, ডিজিটাল ফাইন্যান্সের ক্ষেত্রে আরও উন্নতি দরকার। দুবাই থেকে রেমিট্যান্স কমেছে, সেখানে আবাসনে আমাদের বিনিয়োগ বেড়েছে।

বিএফআইইউ’র সাবেক উপ-প্রধান ইস্কান্দার মিয়া বলেন, আমাদের দূতাবাসগুলো সহায়তাকারী ভূমিকা রাখে না। যারা মাদক বা চোরাকারবারি করে তারা অনেকেই শক্তিশালী। চোরাই পথে ডলারের দাম বেশি দেওয়া হচ্ছে। আমরা সহজেই বর্ডার দিয়ে অবৈধভাবে আদান-প্রদান করতে পারছি। দূতাবাসগুলো প্রবাসীদের খোঁজ-খবর নিলে এটা করতে পারতো না।

ইস্কান্দার মিয়া বলেন, অনেকেই সোনা আনছে বা ডলার আনছে সেগুলো ব্যাংকে যাচ্ছে না, তাহলে যাচ্ছে কোথায়? আমরা তাদের অবৈধতার বিষয়ে বলতে পারলে তারা বৈধভাবে রেমিট্যান্স পাঠাবে, হুন্ডি হবে না। আবার অবৈধতার বিষয়ে আমাদের ব্যাংকের তদন্তকারী যখন যায়, তাদের অর্থের লোভ দেখায় আবার হুমকিও দেয়। এ ক্ষেত্রে জীবনের নিরাপত্তার বিষয়ও দেখতে হবে। আইনের কোনো ঘাটতি নেই, শুধু সমস্যা রয়েছে যেটার সমাধান এখনই প্রয়োজন।

এ দিন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনিয়র অধ্যাপক ও সানেম চেয়ারম্যান বজলুল খন্দকার। এ সময় তিনি বলেন, এমএফএসে ৫৫ দেশের মধ্যে আমরা ৪৪তম। ভারত-কেনিয়াসহ যারা এগিয়ে আছে তাদের স্কোর ৭৫ প্লাস, আমাদের ৪০ প্লাস। রেমিট্যান্স বাড়াতে হলে ডিজিটাল কাঠামোকে শক্তিশালী করতে হবে এবং ডিজিটাল শিক্ষা বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে যারা দেশের বাইরে যাচ্ছেন, তাদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

>> আরও পড়ুন: খরচ ছাড়াই রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা

এছাড়াও সেমিনারে আরেক প্যানেল আলোচক বলেন, দেশে বসেও যদি কেউ বাইরের টাকা আনবেন, তাকেও আমরা প্রণোদনার আওতায় আনতে পারি। ওয়েজ আনার্স বন্ডের ক্ষেত্রে এক কোটি টাকার, এ ক্যাপটা করে দেওয়া। কারণ, শেয়ারবাজারে বিনিয়োগ করবেন সে আস্থার জায়গা এখনও নেই। যারা শ্রমিক দেশের বাইরে যাচ্ছেন, তাদের একটা নয় একাধিক প্রশিক্ষণ দিতে হবে। আবার দেশের বাইরে যারা অবৈধভাবে আছেন তাদেরও ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে।

Remitanceঅনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী মনিরুল মওলা জানান, আমাদের ব্যাংক শুরু হয়েছিল রেমিট্যান্স দিয়ে। আমরা রেমিট্যান্সে গুরুত্ব দিয়ে আসছি। ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ যখন ছিল, আমরা সেখানে ১২ বিলিয়ন ডলার জমা দিয়েছিলাম। প্রবাসী অধ্যুষিত এলাকায় আমরা কাজ করেছি, সেখানে অ্যাকাউন্টস ওপেন এবং পাঠানোর বিষয়ে উদ্বুদ্ধ করছি। ২৪ ঘণ্টার যে কোনো সময় রেমিট্যান্স পাঠাতে পারেন, এতে আস্থাভাজন ব্যাংকে পরিণত হয়েছে ইসলামী ব্যাংক। প্রতি পাঁচ কিলোমিটার দূরে আমাদের এজেন্ট ব্যাংকিং আছে।

>> আরও পড়ুন: পুঁজিবাজারে বড় দরপতন

এছাড়া বিকাশের শেখ মনিরুল ইসলাম জানান, বিকাশে সরাসরি রেমিট্যান্স আসে না, ব্যাংক সেটেলমেন্টের মাধ্যমে আসে। সেটেলমেন্ট ছাড়া বিকাশের মাধ্যমে দেশের বাইরে যেতে পারে না, আবার আসতেও পারে না। নভেম্বরে গড়ে দেড় মিলিয়ন পরিমাণ ডলার আসছে। বিকাশে রেমিট্যান্স এলে প্রণোদনা ও মূল টাকার বিষয়ে আমরা সাথে সাথেই এসএমএসে জানিয়ে সেটি পাঠিয়ে দেই।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর