বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

সবার সমন্বিত চেষ্টায় চিনিশিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হবে: শিল্প উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সবার সমন্বিত চেষ্টায় চিনিশিল্প ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


শিল্প উপদেষ্টা বলেন, কৃষক আমাদের দেশের মূল চালিকা শক্তি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের জীবনমান উন্নয়ন করা। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের চিনিশিল্প যেন ঘুরে দাড়াতে পারে, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। এ মিলটি গত বছর লাভ করেছিল। আমরা আশা করছি, সকলের সমন্বিত চেষ্টায় বাংলাদেশ চিনিশিল্প ঘুরে দাড়াতে সক্ষম হবে।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের জীবন-জীবিকার কল্যাণে কাজ করতে চাই। সেজন্য আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এ কাজগুলো শুরু করে যাব। এরপর সরকারের যারা আসবেন তারা কাজ শেষ করবেন। আমরা সেই লক্ষ নিয়ে কাজ করছি।

অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা আরও বলেন, দেশের চিনিকলগুলো আবারও সচল করা হবে। সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে। চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনাই সরকারের লক্ষ্য। বর্তমান সরকার অনেক কিছু করতে চায়। সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। পরবর্তী সরকারে যারা আসবেন, তারা এগুলো এগিয়ে নিয়ে যাবে।

চিনি ও শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্য, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ হোসেন ভুঁইয়া প্রমুখ।
 
উল্লেখ্য, চলতি মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে নর্থ বেঙ্গল চিনিকল ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছর এক লক্ষ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। এতে প্রতি কেজি চিনির মূল্য ১১৬ কোটি হওয়ায় মিলটি ২০ কোটি টাকা লাভ করেছিল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন