বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ক্রেতাশূন্য বাজারে দাম কমেছে পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

ক্রেতাশূন্য বাজারে দাম কমেছে পেঁয়াজের
ফাইল ছবি

ক্রেতাশূন্য রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। দাম বেশি হওয়ায় পেঁয়াজ কেনায় পিছুটান দেখা দিয়েছে ক্রেতাদের মনে। ফলে কম দামে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাজারে। এছাড়া বাজাদের দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দরপতন হচ্ছে বলে ধারণা করছেন রাজধানীর বাসিন্দারা। বিক্রেতারাও বলছেন একই সুরে। তারা জানিয়েছেন, আরও কমতে পারে এই দাম। 

সোমবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গেল কয়েক দিনের তুলনায় আজ কিছুটা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ক্রেতারা বলছেন, গত কিছুদিনে ঊর্ধ্বমুখী দামের কারণে পেঁয়াজ কেনায় কিছুটা পিছুটান দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকে স্বল্প পরিমাণে কিনছেন পেঁয়াজ। 


বিজ্ঞাপন


ক্রেতারা বলছেন, দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। ফলে আগের তুলনায় দাম কিছুটা কমেছে। একদিকে নতুনের সরবরাহ বৃদ্ধি, অন্যদিকে ক্রেতা কম— ফলে দেশি পুরান পেঁয়াজের দামও কমেছে। বর্তমানে প্রতিকেজি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

 

আরও পড়ুন
এক রাতেই প্রায় দ্বিগুণ পেঁয়াজের দাম

 


বিজ্ঞাপন


বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল যে মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন ১৬০ টাকা কেজি দরে, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। তাছাড়া পুরান দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা।
 
মারুফ হাসান একজন বিক্রেতা। পাইকারি বাজারে পাতা পেঁয়াজ কিনতে এসেছেন তিনি। তার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল প্রতিকেজি পাতা পেঁয়াজ ৭০ টাকা দরে কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। আজ ৬০ টাকায় কিনে ৭০ টাকায় বিক্রি করছি।

 

দাম কমার বিষয়ে পেঁয়াজ বিক্রেতারা জানান, গতকাল পেঁয়াজের সরবরাহ কম ছিল। আজকে আবার সরবরাহ বেড়েছে। কিন্তু ক্রেতা কম। এর জন্য দামও কম। আবার আড়তেও দাম কম। তাছাড়া দেশি পেঁয়াজ বাজারে ঢুকছে। কাজেই আরও দাম কমার সম্ভাবনা রয়েছে।

এর আগে ৭ ডিসেম্বর অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে নিত্যপণ্যটির রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এই নির্দেশনা ৮ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। যা কার্যকর থাকবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। এরপরেই রাতারাতি লাফিয়ে প্রতিকেজি ২০০ টাকার ওপরে উঠে যায় পেঁয়াজের দাম।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর