জামালপুরের দেওয়ানগঞ্জে রমজান আলী (৭) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩১ মে) উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া মন্ডলপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে রমজানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
রমজান আলী ওই গ্রামের মাসুম মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী মন্ডলপাড়া গ্রামের মাদরাসাতুল ফোফসা হাফেজিয়া মাদরাসায় পড়ত। মঙ্গলবার সকালে সে বাড়ি থেকে মাদরাসার উদেশ্যে বের হয়। কিন্তু মাদরাসা থেকে সেদিন আর বাড়ি ফিরেনি রমজান। রমজানকে পরিবারের লোকজন অনেক স্থানে খোঁজাখোঁজি করেও খোঁজে পায়নি। পরে আজ বাড়ির পাশে বাঁশ ঝাড়ে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ নিহতর মজানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়।
রমজানের মা রেনুকা বেগম বলেন, রমজান শান্ত প্রকৃতির ছেলে। সে নিয়মিত মাদরাসায় যেত, লেখাপড়া করতো। গতকাল মাদরাসা ছুটির পর সে বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখোঁজির পরেও আমার বাবাকে পাওয়া যায়নি। আজ আমার বাবার মরদেহ পেলাম, জীবিত পেলাম না।
বিজ্ঞাপন
রমজানের বাবা মো. মাসুম মন্ডল বলেন, আমার ছেলে রমজানকে হত্যা করা হয়েছে। যাদের সঙ্গে আমার পূর্ব শত্রতা রয়েছে তারাই আমার ছেলেকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
ওসি শ্যামল চন্দ্র ধর জানান, নিহত মাদরাসা ছাত্র রমজানের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
টিবি