রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফরিদপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০২৩, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


সাজাপ্রাপ্ত আসামি হারুন শেখ জেলার আলফাডাঙ্গার উপজেলার পাকুড়িয়া এলাকার কামাল শেখের ছেলে। তাকে নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে এ সাজা প্রদান করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়া গ্রামের শিশু কন্যাকে (১৩) জোর করে আসামি হারুন শেখ ধর্ষণ করে এবং তার নিজের মোবাইল দিয়ে ধর্ষণ দৃশ্য ধারণ করে।

এই ঘটনার পরের দিন আলফাডাঙ্গা থানায় ধর্ষিতার মা মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করে।

উক্ত মামলা পুলিশ গত ২০২১ সালের ২৮ জুন আদালতে আসামিকে দোষীসাবস্ত করে চার্জশীট দাখিল করে।


বিজ্ঞাপন


ফরিদপুরের নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর অ্যাড. স্বপন পাল বলেন, ধর্ষণ মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আজ নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচার মো. হাফিজুর রহমান আসামি হারুন শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন