পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ মে) বিকেলে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় এতদিন জানাজানি হয়নি।
বিজ্ঞাপন
অভিযুক্ত বৃদ্ধের নাম ওয়ারেস মৃধা (৭০)। তিনি গাজীপুরা গ্রামের মৃত এখতের আলী মৃধার ছেলে। ওয়ারেস মৃধা পেশায় কৃষক।
ভুক্তভোগী শিশুর মা বলেন, শিশুটি প্রথম শ্রেণিতে পড়ে। সে বুদ্ধিপ্রতিবন্ধী। ঘটনার দিন প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ওয়ারেছ মৃধা শিশুটির শ্লীলতাহানি করেন। ঘটনাটি আমাদের প্রতিবেশী বেল্লালের স্ত্রী দেখে আমাদের ডাক দিলে ওয়ারেছ মৃধা পালিয়ে যান। একপর্যায়ে ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন।
এব্যাপারে জানতে ওয়ারেছ মৃধার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ সময় তার ঘরে তালা দেওয়া অবস্থায় পাওয়া যায়। এছাড়া তার সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। এখনো লিখিত ও মৌখিক কোনোভাবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এইউ