রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া, চোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০১:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের মাদারগঞ্জে ট্রাক দিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়ায় ট্রাক থেকে পালিয়ে যাওয়ার সময় টিন দিয়ে পা কেটে অতিরিক্ত রক্তক্ষরণে এক অজ্ঞাত চোরের মৃত্যু হয়েছে।

এছাড়াও মুকুল (৩১) নামে অপর আরেক চোর (ট্রাকচালক) জনতার হাতে গণধোলাই খেয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় চুরি হওয়া ২ গরুসহ চুরির কাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাত আনুমানিক ৩ টার সময় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার মৃত ইস্কান্দারের ছেলে শ্যামলের ২টি গরু চুরি হয়। পরে গরুর মালিক শ্যামল ডাক চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে মহিষবাথান উত্তরপাড়া এলাকার জনতা ট্রাক আটকের চেষ্টা করে।

এসময় অজ্ঞাত এক চোর ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় টিনে পা কেটে গুরুতর আহত হয়। ট্রাকচালক মুকুলকে (৩১) গণধোলাই দিলে গুরুতর আহত হয়। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ২ চোরকে আটক করে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত চোরকে মৃত ঘোষণা করেন। আহত চোর (ট্রাকচালক) চিকিৎসাধীন রয়েছেন। সে রাজশাহীর তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলী ছেলে। 

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত ২ চোরকে আটকসহ চুরি হওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানায় আসি। পরে আহত ২ চোরকে চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত চোরকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন