সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চায়ের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের চিতলমারীর নালুয়া বাজারে চায়ের দোকান থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) সকালে চিতলমারী উপজেলার নালুয়া বাজার তুহিন শেখের চায়ের দোকান থেকে আকরাম হোসেন (৪৫) নামে ওই কর্মচারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত আকরাম হোসেন উপজেলার আড়ুয়াডিহি গ্রামের আলম উদ্দিনের ছেলে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই মোজাহেদুল হক বলেন, তার ভাইয়ের আগে থেকে বুকে ব্যাথা ছিল। সে রাতে বাড়ি থাকতো না। হোটেলে খাবার খেয়ে রাতে তুহিনের চায়ের দোকানেই ঘুমাতেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন