রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ সদস্য আহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

মাদারীপুরের ডাসারে জমির ওপর দিয়ে গম কাটার মেশিন (হারভেস্টার) নিতে না দেওয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— তৈয়ব আলী হাওলাদার (৭০), তার ছেলে সাইফুল ইসলাম নান্নু হাওলাদার (৫০) ও নাতি রাজু হাওলাদার (১৮)।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তৈয়ব আলী হাওলাদারের প্রতিবেশী ইয়াকুব আলী হাওলাদার তার নিজ জমিতে গম কাটার জন্য একটি হারভেস্টার মেশিন ভাড়া করেন। গম কাটা শেষ হলে হারভেস্টার মেশিনটি জমি থেকে সড়কে উঠাতে তৈয়ব আলীর জমি ব্যবহার করতে চান ইয়াকুব আল। এদিকে ওই জমিতে পাট গাছ থাকায় জমি ব্যবহার করতে বাঁধা দেয় তৈয়ব আলী। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় স্থানীয় দেলোর বাজারে ইফতারি আনতে গেলে তৈয়ব আলীর নাতি রাজু হাওলাদারকে একা পেয়ে হামলা চালায় ইয়াকুব আলী হাওলাদার ও তার সহযোগীরা। এদিকে খবর পেয়ে নাতিকে বাঁচাতে দাদা তৈয়ব আলী ও বাবা সাইফুল ইসলাম ছুটে গেলে ইয়াকুব আলী হাওলাদার, শহীদ আলী হাওলাদার, মহাসিন আলী হাওলাদার, ইস্রাফিল হাওলাদার, দিদার হাওলাদার, মতলেব আলী হাওলাদারসহ ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে তৈয়ব আলী হাওলাদার, সাইফুল ইসলাম নান্নু হাওলাদার ও রাজু হাওলাদার গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

হামলায় আহত তৈয়ব আলী হাওলাদার বলেন, আমরা গরীব মানুষ, আমাদের ক্ষমতা কম। ইয়াকুব হাওলাদার আমাদের জমির ওপর দিয়া মেশিন উঠাইতে চাইছিল। আমি বাধা দিয়া কইছিলাম, জমির পাটগুলা বড় হইয়া গেছে আপনারা অন্য জায়গা দিয়া উঠান। তারা ক্ষিপ্ত হইয়া এই হামলা চালাইলো। আমরা এর বিচার চাই।


বিজ্ঞাপন


আহত সাইফুল ইসলাম নান্নু হাওলাদার বলেন, আইজ রক্ত দিয়া ইফতারি করলাম। আমার ছেলেডারে ওরা মাইরা ফালাইছিল। আমরা বাঁচাইতে গেলে আমাদের দা দিয়া কোপাইয়া কি অবস্থা করছে দ্যাখেন। আমরা এই ঘটনায় ন্যায় বিচার চাই।

এদিকে, হামলার বিষয়টি অস্বীকার করে প্রতিপক্ষ ইয়াকুব আলী হাওলাদার বলেন, তৈয়ব আলী আগে জমিতে হারভেস্টার মেশিন নামাইছে। তার গম কাটা শেষে আমার জমিতে নিছি। এখন তার গমকাটা শেষ হয়ে গেছে বলে জমি দিয়া আর মেশিন উঠাইতে দিবো না। তাছাড়া আমরা তাদের ওপর হামলা চালাই নাই, তিনি লোক নিয়ে আমাদের ওপর হামলা চালাইছে। হামলায় আমাদের লোক আহত হয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. শিহাব চৌধুরী বলেন, আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, আমরা ঘটনা শুনেছি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন