কুমিল্লার বরুড়ায় নাদিয়া সুলতানা ইমু (১০) নামে এক শিশুর মরদেহ বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার ভাউকসার ইউনিয়নের রাঢ়ী গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাদিয়া সুলতানা ইমু রাঢ়ী ভূইয়া বাড়ি সংলগ্ন গজারিয়ার (কলুনী) এলাকার মৃত মো. সেলিম মিয়ার মেয়ে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত সোমবার একই গ্রামের খালার বাড়িতে বেড়াতে যায় নাদিয়া। বুধবার সকালে খালা সাদিয়া নাদিয়াকে দোকানে পাঠায় খালাতো ভাইকে বাড়িতে নিয়ে আসার জন্য কিন্তু দীর্ঘ সময় বাড়িতে না আসায় তাকে তার খালার বাড়ির লোকজন খোঁজাখুজি করে। এ সময় তার এক খালাতো বোন নাদিয়ার মাকে ফোন করে জানায় নাদিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নাদিয়ার মা খবর পেয়ে ছুটে এসে তিনিও অনেক খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারেন, মেয়েটিকে নিয়ে একই এলাকার মৃত. মনোহর আলীর বখাটে ছেলে জসিমকে ঘুরাঘুরি করতে। এই সূত্র ধরে স্থানীয়দের সহযোগিতায় জসিমকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তার লাঁশ ভূইয়া বাড়ি এলাকার বাঁশ ঝাড়ের মাঝে পাওয়া যায়।
ওসি ইকবাল বাহার মজুমদার ঢাকা মেইলকে বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে মারা হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে। এই ঘটনায় রহস্য উদঘাটনে সিআইডি টিম কাজ করছে।
বিজ্ঞাপন
ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
টিবি