সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধুনটে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানি ডুবে মারিয়া খাতুন নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিমগাছি গ্রামে এ ঘটনা ঘটে। 

মারিয়া ওই গ্রামের মোস্তাফিজার রহমানের মেয়ে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেন নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনিতা নাছরিন। স্থানীয়দের বরাতে দিয়ে তিনি বলেন, শনিবার বেলা ১১টার দিকে মারিয়া খাতুনকে বাড়ির আঙিনায় খেলতে দিয়ে তার পরিবারের লোকজন গৃহস্থালির কাজ করছিল। এসময় সবার অগোচরে মারিয়া হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে খালে গড়িয়ে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে খালের পানি থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মারিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন