সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘বাবার অপমানের প্রতিশোধ নিতে’ পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

পাবনার চাটমোহর উপজেলায় হাফিজুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। বাবাকে অপমান ও মারধরের চেষ্টার প্রতিশোধ নিতে রমজান আলী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


বিজ্ঞাপন


নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল ভুষির ব্যবসা করতেন। অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, অভিযুক্তের বাবাকে মারধরের চেষ্টা করেছিলেন নিহত হাফিজুর। এই ক্ষোভে রমজান আজকে সকালে ছুরি দিয়ে হাফিজকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই এলাকাবাসীর সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে বলেও জানান ওসি জালাল উদ্দিন।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন