বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরে খালেদা জিয়ার মৃত্যুতে দোকানপাট-মার্কেট বন্ধ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

যশোরে খালেদা জিয়ার মৃত্যুতে দোকানপাট-মার্কেট বন্ধ

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যশোরেও শোকের আবহ বিরাজ করছে। শহর ও শহরতলি এলাকায় বাজার, শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় শোকের ব্যানার টাঙিয়ে কোরআন তেলাওয়াতও বাজানো হচ্ছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। 

যশোর শহর ঘুরে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস ঘিরে যশোরের বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মার্কেট, শপিং মল ও বিপণিবিতান বন্ধ রয়েছে। শোক ও শ্রদ্ধা জানাতে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

স্বামীর পাশে চিরশয্যায় বেগম খালেদা জিয়া 

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও দেশমাতৃকার সাহসী কণ্ঠস্বর।

সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানানো হয়।


বিজ্ঞাপন


খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক, শ্রদ্ধা ও নীরবতার আবহ বিরাজ করছে। দোকানপাট বন্ধ, দোয়া মাহফিল ও শোক কর্মসূচির মধ্য দিয়ে মানুষ শেষবারের মতো এই রাজনৈতিক নেত্রীকে সম্মান জানাচ্ছেন। যশোর শহরের বড়বাজার, আরএন রোড, কাপুড়িয়াপট্টি, মাইকপট্টিসহ গোটা শহরের প্রায় সব দোকানপাটই বন্ধ রয়েছে। সিটিপ্লাজা, জেসটাওয়ারসহ শপিংমলগুলোও বন্ধ রয়েছে।

আরও পড়ুন

খালেদা জিয়ার মৃত্যুতে যশোরে বিএনপির নেতাকর্মীরা শোকে মুহ্যমান

বড়বাজারের কামাল অপটিকসের আতিকুর রহমান বাবু জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বড়বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। 

এদিকে, জেলা শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর