বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামীর পাশে চিরশয্যায় বেগম খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

Khaleda zia
স্বামী জিয়াউর রহমানের পাশে চিরশয্যায় বেগম খালেদা জিয়া। ছবি: অনলাইন সম্প্রচার থেকে সংগৃহীত

রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরশয্যায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়।  

এর আগে বিকাল ৩টার দিকে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হয়। 


বিজ্ঞাপন


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। জানাজায় অসংখ্য মানুষের উপস্থিতিতে জনস্রোত তৈরি হয়।

dafon
স্বামী জিয়াউর রহমানের পাশে চিরশয্যায় বেগম খালেদা জিয়া। ছবি: অনলাইন সম্প্রচার থেকে সংগৃহীত


 
জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব। খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।  

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ। এছাড়া তিন বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।   


বিজ্ঞাপন


dafon_khaleda_zia
দাফনের পর পরিবারের সদস্যসহ অন্যরা। ছবি: অনলাইন সম্প্রচার থেকে সংগৃহীত


 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এছাড়াও দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। 

বেলা ২টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে জানাজায় অংশ দেন।

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর