খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়নে চাইন্দামনি পাড়া এলাকা থেকে এই বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আটক হওয়া কাঠের পরিমাণ প্রায় ১২৫০ সেফটি। যার আনুমানিক মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। আটক কাঠের মধ্যে রয়েছে সেগুন ও মেহেগনি কাঠ।
সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মূল্যবান কাঠ পাচার করে আসছে। শুধু তাই নয় চক্রটি বিকল্প পথে বন উজাড় করে যাচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া আর্মি ক্যাম্প থেকে একটি সি-টাইপ পেট্রলে লে. মো. শিফাতুল হক শিফাতের নেতৃত্বে চাইন্দামনি পাড়া এলাকায় এই অবৈধ কাঠগুলো জব্দ করে। পরবর্তীতে কাঠগুলো জালিয়াপাড়া বন কর্মকর্তা অফিসার অনুকর চাকমা কাছে হস্থান্তর করে।
এসব কাঠের মালিকানা গুইমারার ছোট পিলাক মৃত কালী মোহন চাকমার ছেলে ভাগ্য মোহন চাকমা (৫৫) ও ফেনী বারৈয়ারহাট সন্তোষ কামারের ছেলে বিটু কুমার চাকমার (৪৫) বলে সেনাবাহিনী সূত্র নিশ্চিত করে।
প্রতিনিধি/এইচই