সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় বাঙালির প্রাণের উৎসব 'পহেলা বৈশাখ’ পালিত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক, প্রাণের উৎসব 'পহেলা বৈশাখ' ও বর্ষবরণ অনুষ্ঠান গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বাঙালির জীবনে আনন্দ বয়ে আনতে প্রতি বছর এই দিনে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে উদযাপিত হয়ে থাকে পহেলা বৈশাখ' ও বর্ষবরণ অনুষ্ঠান।


বিজ্ঞাপন


গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ও ১৫ এপ্রিল দু’দিন ব্যাপী বর্ষবরণ উৎসবের প্রথম দিন শহরের পৌরপার্ক থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

ঘোড়ার গাড়িসহ আনন্দ শোভাযাত্রাটি ঢাকঢোল ও বাঁশির শব্দে মুখরিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে বেলুন উড়িয়ে ও বক্তব্য রেখে বর্ষবরণ উৎসব উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এ উৎসব ঘিরে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা বসানো হয়েছে। উৎসবের শুরুতে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাধিক শিল্পী জাতীয় সংগীত পরিবেশন ও এসো, হে বৈশাখ এসো এসো গান পরিবেশন করে। এছাড়া শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন-এর শিল্পীরা নৃত্য পরিবেশন ও গান করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


নববর্ষ উপলক্ষে দু’দিনব্যাপী সকাল ৯টা রাত ৮টা পর্যন্ত বৈশাখি মেলা এবং বিকেল ৪টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বর্ষবরণ উৎসব শেষে মেলার স্টল পরিদর্শন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প, হস্তশিল্প, বাঙালির ঐতিহ্য ইলিশ- পান্তা-আলুর চপ, কেক, খুরমা, বাতাসা, নিমকি, দা-বঁটিসহ বিভিন্ন প্রকার দোকান স্থান পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন - গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জহির ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, এনডিসি তাপস চক্রবর্তী তুষার, সিনিয়র সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী কমিশনার নিশাত তাসনিম, বিসিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস, শিল্পনগরী কর্মকর্তা সুজন মিয়াসহ অনেকে।

বর্ষবরণ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ। সরকারি নির্দেশে আমরা পহেলা বৈশাখ পালন করছি। দেখতে পাচ্ছেন পহেলা বৈশাখ উপলক্ষে মেলা বসেছে ও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আমরা চাচ্ছি নববর্ষের প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করুক। মেলায় আমরা আনন্দঘন মুহূর্ত উপভোগ করব।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub