সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নলছিটি সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

নলছিটি সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কর্মবিরতি

ঝালকাঠির নলছিটি  উপজেলা সাবরেজিস্ট্রার নাহিদ জাহান মুনার বিরুদ্ধে বিভিন্ন  অভিযোগ এনে  কর্মবিরতি পালন করছে দলিল লেখক সমিতি। 

রোববার (২০ এপ্রিল) সকাল থেকে তারা সব কার্যক্রম বন্ধ রাখেন। এতে দুর্ভোগে পড়েছে উপজেলার সাধারণ জনগণ।


বিজ্ঞাপন


সেবা নিতে আসা নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকার খোকন হাওলাদার ও টিপু সিকদার জানান, আমরা জমি দলিলের জন্য এসেছিলাম কিন্তু লেখকরা কার্যক্রম বন্ধ রাখায় দলিল করতে পারেনি। তাদের ঝামেলার কারণে আমরা ভোগান্তিতে পড়েছি।

thumbnail_IMG_20241021_142150

দলিল লেখকরা অভিযোগ করে বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে নাহিদ জাহান মুনা নলছিটিতে সাবরেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি দলিল লেখকদের কাছে দলিলের শ্রেণিমতে টাকা দাবি করেন। দলিল লেখকরা এই টাকা দিলেও জমির ক্রেতা-বিক্রেতাদের হয়রানি করতে থাকেন। এছাড়া তার সপ্তাহে পাঁচ দিন অফিস করার কথা থাকলেও তিনি দুইদিনও ঠিকমতো অফিস করেন না।

আরও পড়ুন

হাজার কোটি টাকা নিয়ে উধাও, সমিতির পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন বলেন, সাব রেজিস্ট্রার  দলিল লেখকদের বিভিন্ন হয়রানি করার কারণে সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। উনি যদি সংশোধন না হন তাহলে আমরা এই কর্মবিরতি অব্যাহত রাখব।

অভিযোগ অস্বীকার করে সাবরেজিস্ট্রার নাহিদ জাহান মুনা বলেন, একজন দলিল লেখক ভোটার আইডি কার্ড এডিট করে দলিল করতে এসেছিল। এর জন্য তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এ কারণে গতকাল তারা কর্মবিরতি পালন করেছেন।

জেলা রেজিস্ট্রার মো. মহসিন বলেন, দলিল লেখকরা কোনো অভিযোগ করেননি। তারপরও খোঁজ নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর