বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত, জীবিত শিশু সন্তান

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

loading/img

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়ক পার হতে গিয়ে গাড়ি চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এতে  আহত হয়েছে তাদের এক শিশু সন্তান।

গত শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০) এবং তাদের ছেলে আহতের নাম দিবস দাস (৮)।

আরও পড়ুন

বন্ধুকে ঈদের জামা দিতে গিয়ে লাশ হলো ৩ ভাই, আরেক ভাই পানিতে ডুবে মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে রঞ্জিত স্ত্রী ও সন্তান নিয়ে মহাসড়ক পৌলী এলাকায় সড়ক পার হচ্ছিলেন। পথিমধ্যে একটি অজ্ঞাত গাড়িতে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার স্ত্রীর মৃত্যু হয়। এতে আহত হয় রঞ্জিতসহ তার ছেলে। পরে হাসপাতালে রঞ্জিত দাসের মৃত্যু হয়।

thumbnail_received_3499055730401235


বিজ্ঞাপন


এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে মহাসড়কের পৌলী এলাকা থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতের মৃত্যু হয়। তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর