বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে ইতিকাফরত মুসল্লির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর তছি মিয়াজি জামে মসজিদে ইতিকাফরত অবস্থায় জয়নাল আবেদীন (৫২) নামে এক মুসল্লি মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর এলাকার নুর মিয়ার বাড়ির খুরশিদ আলমের ছেলে।


বিজ্ঞাপন


তছি মিয়াজি জামে মসজিদের মুসল্লি আলতাফ হোসেন বলেন, জয়নাল আবেদীন গত ৪/৫ বছর ধরে তছি মিয়াজি জামে মসজিদে ইতিকাফ করে আসছেন। এবারও ইতিকাফের জন্য মসজিদে অবস্থান করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর উনাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে দীর্ঘদিন তিনি হার্টের রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আর্থিক অবস্থায় দুর্বল হওয়ায় তাই চিকিৎসার খরচ বহন করতে পারে নাই। একইদিন রাত ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এই বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নাম্বারে একাধিক ফোন দিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub