শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ঢাকা

ঘুষ গ্রহণের অভি‌যো‌গে প্রকৌশলীর ৫ বছ‌রের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ঠিকাদারি কাজে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার এক‌টি আদালত এলজিইডি কয়রা উপজেলা উপ সহকারী প্রকৌশলী এস এম হা‌বিবুল্লাহ‌কে দু‌টি ধারায় ৫ বছ‌রের সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একইসঙ্গে তা‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ২ মা‌সের বিনাশ্রম দেওয়া হয়।

তি‌নি বা‌গেরহাট জেলার চিতলমারী উপ‌জেলার বড়বা‌ড়িয়া গ্রামের বোরহান উদ্দি‌নের ছে‌লে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ মার্চ) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি হা‌বিবুল্লাহ আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়া‌ছিন আলী।

আরও পড়ুন

কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয় এসএম হাবিবুল্লাহ। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগস্ট এসএম হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন