যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুরের আলেম সমাজ।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ আদায় শেষে রংপুর নগরীর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে ইত্তিহাদুল উলামা পরিষদের ব্যানারে জমায়েত হয় ধর্মপ্রাণ মুসল্লীরা।
বিজ্ঞাপন
পবিত্র রমজান মাসে ইফতারি ও সাহরির সময় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাফেজ আমজাদ হুসাইন প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা মুফতি শহিদুল ইসলাম, মাওলানা আয়মান হোসেন সাকিব, মাওলানা মুফতি আসাদ ও খেলাফত মজলিশ মহানগর সভাপতি তৌহিদুল ইসলাম রাজু।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে। বক্তারা আরো বলেন, এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। এই যুদ্ধে ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজাবাসী ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।
ইসরায়েল নামক অমানবিক রাষ্ট্র একটি সন্ত্রাসী ও দখলদার। তারা যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধে জাতিসংঘ, আরব লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশ শেষ করে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে রংপুর প্রেসক্লাব একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলার চোখ নামে একটি সামাজিক সংগঠন।
প্রতিনিধি/এজে