সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় ১৮ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৮টি প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার (১৯ মার্চ) ভোক্তা অধিকারের ৮টি টিম এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্র জানায়,  খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠান-কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার  চুকনগর এলাকায়  অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর  উপজেলার পরানান্দুয়ালী ও  বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে ০২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।  


বিজ্ঞাপন


মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর  উপজেলার রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নিশাত মেহের এর নেতৃত্বে মহেশপুর ও  সদর উপজেলার জলুলির মোড়, যাদবপুর ও গান্না বাজার এলাকায়  অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয় ।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে লোহাগড়া  উপজেলার লাহুরিয়া ও মিঠাপুর বাজারে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন