জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিসহ ৬ জন আহত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সঙ্গে ড্রাইভারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির সাংবাদিক হৃদয় হাসান রিয়াদ, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফি, স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন মিঠুকে ব্যাপক মারধর করে আহত করা হয়।
এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা। এঘটনায় আরও তিনজন আহত হয়। আহত ব্যক্তিরা হলেন- জাহিদুল ইসলাম আশেক, জিহান, শুভ। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান- পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে