একটি ছাউনি। তার নিচে দু’টি ব্যানার। একটিতে লেখা ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন’। অন্যটিতে লেখা ‘ভর্তি সহায়তা কেন্দ্র, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’। এ যেন ছাত্র রাজনীতির সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত!
শনিবার (১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর দিন সকালে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়ক পেরিয়ে চবি বিতর্ক ক্লাবের অফিসের সামনে এমনই দৃশ্যের দেখা মিলেছে। আর এতে দল দু’টিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজনরা।
বিজ্ঞাপন
আব্দুল কাইয়ূম নামের এক ব্যক্তি তার ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই ছবিটা সুন্দর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরিক্ষার্থীদের সহায়তা করার জন্য চবি শিবির আর চবি ছাত্রদলের স্টেন্ট (অবস্থান) একই জায়গায়। দেশের সব ক্যাম্পাসেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহাবস্থান, সম্মান, সম্প্রীতি আর সৌহার্দ্যের সম্পর্ক গড়ে উঠুক এভাবেই।
চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ছাত্রদল ক্যাম্পাসভিত্তিক সব ছাত্র রাজনৈতিক দলের শ্রদ্ধাপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। শিবির-ছাত্রদলসহ সব দলকে আমরা ভ্রাতৃপ্রতিম দল মনে করি। জুলাই আন্দোলনের মতো আমরা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে চাই। এরই উদাহরণ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এই স্টল। ছাত্রদল ভালো কাজর প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের সৃজনশীল হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, ফ্যাসিবাদ পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করছি আমাদের জাতীয় ঐক্য ধরে রাখার। সব ছাত্র রাজনৈতিক দলের মধ্যে একটা পারস্পরিক সম্মানজনক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। ছাত্রদল-শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মাঝে এখনও পর্যন্ত সুন্দর সম্পর্ক রয়েছে। ভর্তি সহায়তা কেন্দ্রের এই স্টল এরই দৃষ্টান্ত। ভবিষ্যতেও যেন আমাদের মাঝে এরকম সম্মানজনক সহাবস্থানের সম্পর্ক বজায় থাকে আমরা সেটাই চাই। আমার অনুরোধ, আমরা পরস্পর পরস্পরের ভালো কাজের প্রতিযোগিতা করব, যাতে শিক্ষার্থীরা উপকৃত হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আজ শনিবার (১ মার্চ) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। ৮ মার্চ (শনিবার) ‘বি’ ইউনিট, ১৫ (শনিবার) মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ (শনিবার) মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মার্চ (সোমবার), বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মার্চ (মঙ্গলবার) এবং ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, উপ-ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সর্বমোট আবেদন করেছেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। যা গত বছরে ছিল ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
প্রতিনিধি/এসএস