নোয়াখালীর হাতিয়ায় এমাল ডুবাই নামের এক মুদি দোকানীকে নৌবাহিনীর পরিচয় দিয়ে অপহরণের অভিযোগ উঠেছে।
ঘটনার ছয় ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে ৪ জনের নাম প্রকাশ করে হাতিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
এর আগে গতকাল রাত আটটার দিকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ রোড থেকে নাজিম উদ্দিন এমাল ডুবাইকে ধরে বাংলাবাজার নদীর ধারে নিয়ে যায়। বিষয়টি চারদিকে জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন হাতিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযানে নামে। অপহৃত নাজিম উদ্দিন এমাল হাতিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো. হোসেনের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয়দের থেকে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে কলেজ রোড থেকে চারটি মোটরসাইকেলযোগে একটি অপরাধচক্র এমাল ডুবাইকে ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে অপহরণকারীরা এমাল ডুবাই থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা পুলিশ জানার পর অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে। এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থলের কাছাকাছি এরিয়া থেকে পুলিশ অপহরণকারীদের দু’জনকে আটক করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, হাতিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান ও মো. জহির উদ্দিন। এজাহারে উল্লিখিত অপর দু’জন অপহরণকারী হলেন, নিঝুম দ্বীপের আনোয়ার হোসেনের ছেলে মো. জামসেদ ও নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিনের ছেলে রুবেল উদ্দিন ওরফে রুবেল মাঝি।
এ বিষয়ে হাতিয়া থানা তদন্ত ওসি খোরশেদ আলম জানান, অপহরণের ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস