মাদারীপুরের ডাসারে ফরহাদ মাতুব্বর (৪৫) ও শুভ মাতুব্বর (৩৮) নামে দুই মানবপাচারকারীকে গ্রেফতার করছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার কমলাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ও মামলার বাদী মিনারা বেগম জানান, আমার ছেলে মো. আল-আমিন খানকে ইতালি পৌঁছে দেয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে লিবিয়া পাঠায় ফরহাদ মাতুব্বর, শুভ মাতুব্বর ও তার সহযোগীরা। লিবিয়ায় নিয়ে মাফিয়ারা আটক করে। এরপর নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় ২৮ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় দালালচক্র।
এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা মিনারা বেগম বাদী হয়ে ফরহাদ মাতুব্বরসহ ৫ জনকে আসামি করে গত রোববার মানবপাচার ও দমন আইনে মামলা করেন। সেই মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, মানবপাচার ও দমন আইন মামলায় ফরহাদ মাতুব্বর ও শুভ মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এজে