সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সড়কে এ দুর্ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। নিহতদের নাম ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

 দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাথনিকভাবে জানা গেছে, নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, এখন পর্যন্ত কারও পরিচয় মেলেনি। এ ঘটনায় ট্রাকটি আটক করা যায়নি। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন