‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
জামালপুর পল্লি উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্ব আলোচনা সভায় জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফসানা তাসলিম, সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান সাইদ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণদের শক্তি, উদ্যম, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তারা আরও উল্লেখ করেন যে, তরুণ প্রজন্মের হাত ধরেই দেশের পরিবর্তন সম্ভব, তাই শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং তারা আনন্দঘন পরিবেশে দিনটি উদ্যাপন করেন।
প্রতিনিধি/ এজে