সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারত নানা ষড়যন্ত্র করছে’

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেছে, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অলিখিত একটি অঙ্গরাজ্য বানিয়েছিল। সে ছিল ভারতের সোনার ডিম পাড়া হাঁস। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা যখন পালিয়ে গেল তখন বাংলাদেশকে নিয়ে ভারত নানা ষড়যন্ত্র করছে। এ স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিবাদের দ্বারা গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত গণঅধিকার পরিষদ (জিওপি) উপজেলার শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


শাকিল উজ্জামান বলেন, পালিয়ে থেকে শেখ হাসিনার প্রেসক্রিপশনে দেশে এখনও আওয়ামী দোসররা যেখানে ছিল তারা এখনও বিভিন্নভাবে অপপ্রচার বলেন, দেশকে একটা নৈরাজ্য করার চেষ্টা করে যাচ্ছে। তাই আমরা বলতে চাই, এদেশে ছাত্র-জনতা ও শ্রমিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছে, এখনও যদি কেউ ফ্যাসিবাদে অবতীর্ণ হয় তাদেরকেও সেইভাবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে হঁটাবে। 

তিনি বলেন, খুনি হাসিনার দোসরা রাতের আঁধারে চোরাগোপ্তা মিটিং করে। আমরা যখন এগুলো নিয়ে কথা বলা শুরু করলাম তারপরে কিন্তু সরকার এই খুনি আওয়ামীদের ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন নামে একটা কর্মসূচি শুরু করেছে। কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি অনেক ডেভিল বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে। তারা উসকানিমূলক কাজ করছে। তাদের থাকা জায়গা কিন্তু কারাগারে। তারা কেন এখনও ঘুরে বেড়াবে। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। যারা গণহত্যা চালায় তাদের এ দেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনার নির্যাতনের কাহিনী জাতিসংঘের মানবাধিকার সপ্রতিবেদনে উঠে এসেছে। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বিচার করতে হবে। সে বিরোধী দলের নেতাকর্মীদের আয়না ঘরে বছরের পর বছর নির্যাতন করতো। 

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সহ-সভাপতি রুবেল খান, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ, মসিউর রহমান, রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় খান প্রমুখ। এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন