শুকনো মৌসুম, চারদিকে ধু-ধু বালুচর। যাতায়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তি। চরের কিছু কিছু স্থানে নৌকা চলাচল করলেও বর্তমানে মাইলের পর মাইল চরের পথ পাড়ি দিতে পায়ে হেটে। তবে, কিছুটা দুর্ভোগ কমিয়েছে ঘোড়ার গাড়ি বা মোটরসাইকেল পরিবহন। কিন্তু চরাঞ্চলের কেউ গুরুত্বর অসুস্থ হলে যাতায়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তির সীমা থাকে না চরবাসীর। ফলে চরম বিপাকে পড়তে হয় চরাঞ্চলের এই মানুষগুলোর।
টাঙ্গাইলের ভূঞাপুর চরাঞ্চলের এসব মানুষগুলোর স্বাস্থ্যসেবাসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। কেউ অসুস্থ হলে নৌকায় চড়ে যেতে হয় ভূঞাপুর বা সিরাজগঞ্জ। তাদের দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে উপজেলার অর্জুনার চর শুশুয়া এলাকায় ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে দাতা সংস্থা ‘হিউম্যান কনসার্ন আমেরিকা’ নামে একটি সেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি ওই এলাকায় তিনদিন ব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।
বিজ্ঞাপন
প্রথম দিন ফ্রি মেডিকেল ক্যাম্পটি উপজেলার অর্জুনা ইউনিয়নের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন এবং একইসঙ্গে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী সহায়তা পেয়ে খুশি দুর্গম চরাঞ্চলের মানুষ। চিকিৎসা ক্যাম্পের আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছে তারা।
ফ্রি চিকিৎসা সেবা নিতে এসেছিলেন ৭০ বছরের বয়োজ্যেষ্ঠ রোমেছা বেগম। এ সময় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, চরে থাকি। দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছি। কিন্তু বয়স হওয়ায় চলতে পারি না। তারমধ্যে যাতায়াতে সমস্যা। ডাক্তার দেখানোর জন্য নৌকা দিয়ে যেতে হয় ভূঞাপুর হাসপাতালে বা সিরাজগঞ্জ। কয়েকদিন আগে শুনেছি বাড়ির পাশে চিকিৎসা দেবে। এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ঔষুধ নিলাম।
হিউম্যান কনসার্ন ইউএসএর সিইও মাসুম মাহবুব বলেন, ১০ হাজার মানুষের জন্য মাত্র পাঁচজন ডাক্তার রয়েছে, যা স্বাস্থ্যসেবার সংকট তৈরি করছে। এই সংকট মোকাবিলায় হিউম্যান কনসার্ন ইউএসএ কাজ করছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে চর শুশুয়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুর্গম চরাঞ্চলের নানা বয়সের মানুষ এই ক্যাম্পে চিকিৎসা নেন। কার্যক্রম চলমান থাকবে।
প্রতিনিধি/এমএইচটি