সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরিচয় শনাক্ত: রুপগঞ্জে ৭ খণ্ড লাশ ফতুল্লা ব্যবসায়ী মাসুমের

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লেকপাড়ে পলিথিনে মোড়ানো ৭ খণ্ড লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী ও সস্তাপুর ঈদগাহ মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন মাসুমের।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানান তিনটি পলিথিন ব্যাগে একজন পুরুষের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গিয়েছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জয়পুরহাটে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম সাংবাদিকদের জানান, আমরা গতকাল (বুধবার) যে খণ্ডিত লাশ পেয়েছিলাম, তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের। ইতোমধ্যে এই ঘটনায় আমরা অভিযান পরিচালনা করেছি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন