বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১১:২৮ এএম

শেয়ার করুন:

জয়পুরহাটে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জয়পুরহাটে দিলীপ চন্দ্র নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার একটি আখ ক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

নিহত দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে। 

ওসি শাহেদ আল মামুন জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হন দিলীপ চন্দ্র। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি।

আরও পড়ুন: ময়মনসিংহে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন


বিজ্ঞাপন


পরে বৃহস্পতিবার সকালে খনজনপুর -গতনশহর সড়কের আখ ক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তখন পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর