সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুজন আলী সবুজ (২৩) নামের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগান থেকে ভস্মীভূত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


Chuadanga

মৃত সুজন আলী সবুজ আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল হোসেনের ছেলে।

আরও পড়ুন

নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার

স্থানীয়রা জানান, সকালে ফরিদপুর-বেলগাছি গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মাঠের মেহগনি বাগানে মোটরসাইকেলসহ আগুনে পোড়া সবুজের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে। সবুজ পুরাতন মোটরসাইকেল বেচাকেনার ব্যবসা করতেন।


বিজ্ঞাপন


Chuadanga_(4)

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে এবং মরদেহের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন