মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে চুরি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকায় ৬ যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
অভিযানকালে আটক যুবকদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
আটক ব্যক্তিরা হলেন- শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার মোখলেস মিয়া (৩০)।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের পক্ষ থেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকায় ৬ যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস