বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ইয়াবাসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুটি মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাব। একইসঙ্গে দুলু মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৮ নভেম্বর)  সকালে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যম্পের সহকারী পুলিশ সুপার আনিস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার দুলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।

আরও পড়ুন

সাদুল্লাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রামনাথপুর নামক স্থানে দুলু মিয়ার কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও একটি সিম কার্ডসহ তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আনিস উদ্দিন বলেন, গ্রেফতার দুলু মিয়ার বিরুদ্ধে মামলা দিয় তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর