রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে নামাজ-কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে নামাজ-কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নোয়াখালীতে শুদ্ধভাবে নামাজ আদায়ের নিয়মকানুন, কুরআন পাঠে নির্ভুল উচ্চারণ, মাসালা মাসায়েল শিক্ষা ও ৩০ পারা কুরআন মুখস্থকরণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সকালে মাওলানা ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।


বিজ্ঞাপন


এসময় বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা বাজার জামে মসজিদ প্রাঙ্গণে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন, আলহাজ্ব জয়নাল আবেদিন মোল্লা ট্রাস্টের প্রধান নির্বাহী মো. সাহাব উদ্দিন মোল্লা।

আরও পড়ুন

‘ইসলামী আন্দোলনের উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে ডাকা, পরিচালিত করা’

দুই মাসব্যাপী চলা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলন ২০০ জন বিভিন্ন বয়সের মুসল্লি ও শিক্ষার্থীরা। যার মধ্যে বিজয়ী ৪৪ জনকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণের সময়, মো. সাহাব উদ্দিন বলেন, আমরা এই কুরআন প্রতিযোগিতার  মাধ্যমে একটা অনুপ্রেরণা যুগিয়েছি তরুণ শিক্ষার্থী ও মুসল্লিদের মাঝে। আমি বিশ্বাস করি তরুণরা যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারে, অন্তত মৃত্যুর সময় তার মা-বাবার জন্য দোয়া করতে পারবে। একইসঙ্গে তারা একজন ভালো মুসলিম হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

এসময় আরও উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জাহেরসহ স্থানীয় ব্যক্তিরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর