রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘ইসলামী আন্দোলনের উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে ডাকা, পরিচালিত করা’

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেছেন, যে নামাজ আদায় করেন না, তাকে নামাজের দাওয়াত দেন। যে নামাজে অভ্যস্ত, তাকে সুন্নতে আমলে অভ্যস্তের দাওয়াত দেন। যে সুন্নতে আমলে অভ্যস্ত, তাকে দ্বীনি আন্দোলনের গুরুত্ব বোঝান। আর যারা দ্বীনি আন্দোলনের গুরুত্ব বুঝেন, তাদের ইসলামী আন্দোলনের সদস্য হওয়ার ‍জন্য তাগাদা দেন। ইসলামী আন্দোলনের মূখ্য উদ্দেশ্যেই হচ্ছে মানুষকে আল্লাহর পথে পরিচালিত হওয়ার পথ নির্দেশ করা। আমরা এই লক্ষ্যেই কাজ করি।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও সদর থানা শাখার নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


সম্মেলনে নতুনসহ সব সদস্যদের স্বাগত ও মোবারকবাদ জানিয়ে তিনি আরও বলেন, যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন ও ইসলামী আন্দোলনের সদস্য হয়েছেন। আশা করব তারা আজকে থেকে শুধু সদস্য নন সংগঠনের একজন মূখ্য পাত্র হিসেবে কাজ করবেন। একজন কর্মী হিসেবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া ও বিস্তৃত করার জন্য যোগ্য দায়িত্বশীলের ভূমিকা পালন করার আহ্বান ও অনুরোধ নেতাকর্মীদের প্রতি।

IMG_20241101_194845

এর আগে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও সদর থানা শাখা সভাপতি মুহাম্মাদ রবিউল আওয়াল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক রাসেল রানা সাংগঠনিক কাজে ভালো পারফর্মেন্স করায় ও কাজে তাদের আরও উদ্বুদ্ধকরণে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন তিনি।

এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল আওয়ালের সভাপতিত্বের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মাদ আবু তালহা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

'ছাত্র-জনতার ওপর হামলাকারীদের বিচার করতে হবে'

বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ হাফিজ উদ্দীন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাফেজ মুহাম্মাদ মুসা বিন হারুন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন, ইসলামী যুব আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ শাহেদ ইসলাম, ইসলামী আন্দোলন সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি মুহাম্মাদ রাহাত ইসলাম বক্তব্য দেন। এছাড়াও সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে সংগঠনের সদস্যসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মোনাজাত করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর