রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুই দিনের শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্পের উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

শুধু ঢাকা শহরেই কেন সব সেবা পাওয়া যাবে। কেন পীরগঞ্জে পাওয়া যাবে না। কেন সেই বৈষম্য থাকবে। যার জন্য আবু সাঈদের আত্মত্যাগ। এই আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না। তাই প্রত্যন্ত অঞ্চলেও উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া দরকার বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে রংপুরের পীরগঞ্জে দুই দিনব্যাপী শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সব সেবার মতো স্বাস্থ্যসেবাও প্রতন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া উচিত। এটা আমরা শুধু ঘোষণার মধ্যে সীমারদ্ধ থাকবে না, বাস্তবে এই সেবাগুলো নিশ্চিত করতে হবে।

হোসেন জিল্লুর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করবে। তার মানে এই নয় যে, আমরা সবাই হাত গুটিয়ে বসে থাকব। আমরা যেই যেখানে পারি, সেখান থেকেই নিজেদের দায়িত্ব পালন করতে হবে। তাহলে সার্বিকভাবে বাংলাদেশে একটা পরিবর্তনের ঢেউ উঠবে। ওই ঢেউ টাই আমাদের অন্যতম কাম্য।

পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসায় দুই দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. শওকাত আলী, শহীদ আবু সাঈদের পিতা আবুল কাশেম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।

AA


বিজ্ঞাপন


হেলথ ক্যাম্পে ১৪টি বুথ থেকে স্বাস্থ্য সেবায় প্রেসক্রিপশন ও বিনামুল্যে ওষুধ সরবরাহ করা হয়। যা আগামী শনিবার বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। এতে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ওই এলাকার শত শত নারী পুরুষ ও শিশু স্বাস্থ্য সেবা নিতে ভিড় জমায়। বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় বাড়তে থাকে।

হেলথ ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, কিডনি, শিশু, চোখ, হেড নেক অ্যান্ড থ্রোড, গাইনী, অর্থোপেডিক, স্কীনসহ নানা রোগের চিকিৎসা সেবার প্রেসক্রিপশন এবং কিছু কিছু ওধুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, কোটা আন্দোলন চলাকালে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র আবু সাঈদ পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে পার্কের মোড়ে নিহত হন। গত ২৪ আগস্ট শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি বাবনপুরে আসেন হোসেন জিল্লুর রহমান। আবু সাঈদের কবর জিয়ারতের পর পরিবারের সাথে কুশল বিনিময়ের সময়ে ওই এলাকার চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন আবু সাঈদের বাবা। সে সময়ে এলাকার গরিব ও অসহায় মানূষদের বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দেন হোসেন জিল্লুর রহমান।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর