রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

হত্যা মামলার আসামি গণপিটুনিতে নিহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের কালীগঞ্জে সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল হত্যা মামালার প্রধান আসামি মো. রিমন মিয়া (২৮) গণপিটুনিতে নিহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার খঞ্জনা ও উত্তরগাঁও (কুমার টেক) গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিমন কালীগঞ্জ পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের ভাদগাতী গ্রামের মোসলেহ উদ্দিন মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, রিমন কালীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কারবারসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছোট ছেলে ফয়সাল হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

রোববার বিকেলে খঞ্জনা গ্রামের বাড়ির পাশে একা পেয়ে স্থানীয়রা প্রথম দফা তাকে গণপিটুনি দেয়। সেখান থেকে তিনি দৌঁড়ে পাশ্ববর্তী উত্তরগাঁও (কুমারটেক) গ্রামে পালিয়ে যান। সেখানে দ্বিতীয় দফা গণপিটুনি দিয়ে রিমনকে রেখে সবাই চলে যান। পরে তাকে উদ্ধার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

৬ দিনের রিমান্ডে দস্তগীর গাজী, কিল-ঘুষি ও পচা ডিম নিক্ষেপে নাজেহাল

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজিনা আফরিন বলেন, নাম না জানা এক রিকশাচালক গুরুতর জখম অবস্থায় রিমনকে হাসপাতালের বারান্দায় ফেলে চলে যান। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পুরো শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে হাসপাতালে আসার অনেক আগেই রিমনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, নিহত রিমন হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি ছিলেন । তার বিরুদ্ধে থানায় ৬টি মামলা রয়েছে। চাঁদাবাজি করতে গেলে স্থানীয়দের গণপিটুনিতে রিমন মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন