শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নদী পার হতে গিয়ে ২ যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের খানসামা উপজেলায় নদী পার হতে গিয়ে ২ যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার বাঘার মোড়ে বেলান নদীর উপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় এ ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


নিখোঁজ ২ যুবক হলেন- ওই ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণী কান্ত রায়ের ছেলে বঙ্গকেশর রায় (৩৫) ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দিনমজুর অনেকে এক সঙ্গে কাজে যায়। ফেরার পথে দুজনে রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও তাদের উদ্ধার করতে সক্ষম হয়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

রাজবাড়ীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চলমান রেখেছি। রাবারড্যাম ওর কারণে একটু স্রোত বেশি। এ কারণে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। আমরা আশা করছি তারা আসলে উদ্ধার করতে সক্ষম হব।


বিজ্ঞাপন


খানসামা থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। তবে ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে তারা অংশ নিতে পারেনি। তাছাড়া নদীতে খুব স্রাতে ছিল। তবে রংপুর থেকে ডুবুরি আসলে হয়তো উদ্ধার কাজ শুরু করা হতে পারে। আমরা সার্বিক খোঁজ খবর রাখছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন