ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপভ্যান চালকসহ আরও একজন।
নিহত পিকআপ ভ্যানের হেলপার সোহাগ হাওলাদার (২৭) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের বাসিন্দা ও সহিদ হাওলাদারের ছেলে।
বিজ্ঞাপন
এছাড়া আহত পিকআপ ভ্যানচালক একই উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের মাহবুব মিয়ার ছেলে অহিদুল (২২) বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
অন্যদিকে একই সময় মহাসড়কের আলিপুরা এলাকায় ঢাকামুখী সড়কে পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে দুমড়ে মুচড়ে গেছে কাভার্ড ভ্যানের সামনের অংশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও একজন।
পরে খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান চালককে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহত কাভার্ড ভ্যানচালক নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাক কান্দিয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে কাওসার মিয়া (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, পৃথক দু’টি দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১ জনের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।
প্রতিনিধি/এসএস