শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় খুঁটির ওপর থেকে পড়ে আকতার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে পৌর শহরের সরকার পাড়া জামে মসজিদের সামনে বৈদ্যুতিক লাইনের কাজ করার এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিহত আকতার হোসেন সালন্দর আলিয়া মাদরাসা এলাকার আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইন চালু থাকা অবস্থায় আকতার হোসেন খুটিতে উঠে প্লাস দিয়ে লাইনের কাজ করার সময় হঠাৎ তিনি মই থেকে ছিঁটকে মাটিতে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20240703_151558

তিনি দীর্ঘদিন নদার্ন ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানির বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো) ঠাকুরগাঁওয়ের লাইন ম্যানের কাজ করতেন বলে জানা যায়।

তবে ঠাকুরগাঁও নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম নিহত ওই শ্রমিক তাদের নিয়োগপ্রাপ্ত কেউ নয় ও নিয়োগপ্রাপ্ত লাইনম্যান ছাড়া বৈদ্যুতিক লাইনের কাজ অন্য কারও করার সুযোগ নেই দাবি করে ঢাকা মেইলকে বলেন, ঠাকুরগাঁও নেসকোর কোনো শ্রমিক লাইনে কাজ করতে গিয়ে মারা গিয়েছে এমন কোনো তথ্য নেই। তবে অনেকে ডিস লাইন, ইন্টারনেট ও টেলিফোন লাইনের কাজ করতে বৈদ্যুতিক পিলারে উঠে। এটা বলা কঠিন যে, এখন কে কি কাজের উদ্দেশে লাইনে উঠে। আমাদের লাইনের কাজ করতে গেলে বৈদ্যুতিক লাইন বন্ধ করে কাজ করতে হয়।

আরও পড়ুন

মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে নিহত ২

আজ দুপুর আড়াইটা পর্যন্ত আমাদের কোথাও কোনো বৈদ্যুতিক লাইন বন্ধ ছিল না।

ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক মারা যাওয়ার খবর পেয়েছি। আইনগত প্রক্রিয়ার জন্য  হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও কোনো তথ্য পেলে পরবর্তীতে আপনাদের জানানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর