নীলফামারীর জলঢাকায় ৩৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
রোববার (৩০ জুন) রাতে বালাগ্রামের মন্হেরডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- লালমনিরহাট পাটগ্রাম এলাকার ফারুক হোসেনের ছেলে মিঠু (২৭) ও একই গ্রামের হোসেন আলীর ছেলে হুমায়ুন কবির (২৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তারা দু’জন পাথর বোঝাই একটি ট্রাক নিয়ে লালমনিরহাট থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময়ে জলঢাকার মনহেরডাঙ্গা বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের ৩৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
এ বিষয়ে জলঢাকা থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, গতকাল রাতে দুই মাদক কারবারি ট্রাকে বিশেষ কায়দায় ৩৪৫ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের ফেনসিডিলসহ গ্রেফতার করেন ও ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস