বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৮

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

loading/img

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকায় একটি আবাসিক হোটেলের ম্যানেজারসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৩০ জুন) সন্ধ্যায় সিলেট নগরের তালতলায় হোটেল বিলাস-এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি শাহরিয়ার আল মামুন জানান, অভিযানে হোটেলটির ম্যানেজার, স্টাফ, খদ্দের ও পতিতাসহ মোট আটজনকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাসেল আহমেদ (২৫), জমির (৩৫), মো. এমদাদুল হক (৪৬) নুরুল আমিন (৫৩), তাপস দাস (৩২) জুনায়েদ খান (২৭), রিনা (৪০) ও রাবিয়া (৩৫)।

তাদেরকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে এডিসি বলেন, এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর